তোমার ওই হরিণী চক্ষু দিয়ে তাকিয়ে দেখো,
আছি আমি পাশেই;
আছি আমি পাশেই তারা হয়ে আকাশে,
আছি আমি মিশে ওই সন্ধ্যার শীতল বাতাসে,
মিশে আছি ভোরের সেই নরম রোদে,
নেমে আসি যখন বৃষ্টি হয়ে মেঘেরা কাঁদে।
উরে যাবো আবার বাতাসে ভাসা কাশফুল সেজে,
খুজে নিও ওই সোনালী ধানের মাঝে,
হারিয়ে যবো আবার শীতের রিক্ততার মাঝে,
ফিরে আসবো আবার বাহারী ফুলের সাজে।
তাকিয়ে দেখো এইতো আমি আছি পাশে,
মানুষ নায় আসেছি আমি প্রকৃতির বেশে।
Look into those doe-like eyes of yours
And see me right beside you;
I am among the stars, so close above,
I'm in the cool evening breeze,
I blend with the soft morning sun,
And descend as rain when clouds weep.
I'll soar again, disguised as a floating dandelion,
Seek me amidst the golden paddy fields,
I'll vanish into the emptiness of winter,
And return adorned with the beauty of spring.
Look, I am here beside you,
I've come not as a human but as nature itself.