Chereads / আমার সকল কাব্যে তুমি (You are in my all poems) / Chapter 2 - অনাবিল আকাশ(Infinite Sky)

Chapter 2 - অনাবিল আকাশ(Infinite Sky)

মেঘাচ্ছন্ন রাত্রি করেছে হৃদয় কাতর,

 ফুলের সুবাসে হয়েছে আজ বাতাসও মাতাল।

চল হারাই এমনি এক প্রান্তের,

 যেথায় আকাশ মহান,

 যেথায় শুনবো কোকিলের গান,

 যেথায় সতেজতা ফিরে পাবে এই প্রাণ।

 এখানে তো বাতাসে ভাসে কালো ধোঁয়া,

 এখানে পাওয়া যায় না কোনো সুখের ছোয়া;

 এখানে শোনা যায় না কোনো ভালবাসার গান,

 অপ্রাপ্তিতাই যেনো এখানকার প্রতিদান।

English Translation:

A cloudy night has made my heart sore,

The fragrant flowers have intoxicated the very air.

Let's lose ourselves in a distant land,

Where the sky is vast and grand,

Where we can hear the cuckoo's sweet song,

And this life will feel refreshed and strong.

Here, black smoke fills the air,

Happiness is nowhere to be found here;

Here, no love songs can be heard,

Unfulfilled desires are the only reward.