Chapter 5 - ধুসর নগর(Drab city)

ধুলোয় ভরা এই ব্যস্ত শহর,

 বাস ট্রাকের চাপায় কেটে যাওয়া প্রতিটি প্রহর।

প্যাক্টলের গন্ধে হারিয়ে যাওয় সেই ফুলের নির্জাশ,

 কনক্রিটের নিচে চাপা পরে থাকা সব সবুজ ঘাস।

নদির পানিও এখানে ধুসর কালো,

 মেল ফেক্টরির ধোঁয়ায় এখানে পৌছায় না আলো।

কোনো আনন্দ নেই এই নগরে,

 খুন ও ধর্ষনের কথা প্রতিটি খবরে।

.

English translation:

.

Dust-Filled City

In this bustling city, filled with dust,

Every hour is cut short by the crush of buses and trucks.

The fragrance of flowers lost in the stench of factories,

The green grass buried beneath concrete slabs.

Even the river's water is a murky gray,

No sunlight reaches here, obscured by factory smoke.

There's no joy in this city,

Every news is filled with tales of murder and rape.