শীতল আকাশে জলছে নীলচে তারা
দিগন্তের ওপারে ছুটছে কারা;
ছুটছে কি তারা মশাল হাতে,
হুঙ্কার করে তারা একই সাথে।
জ্বলবে কি আগুন নতুন সূর্য রুপে,
প্রতারকদের নিয়ে যাবে তা অন্ধ কুপে।
শীতের আকাশ চিরে কি এবার উঠবে সূর্য
যেখানে ফিরবে আবার জীবনের মাধুর্য।
নাকি রয়ে যাবে এই ঘোলাটে কুয়াশা
যেখানে প্রতিনিয়ত সকলে হারায় ভরসা।
.
English translation
.
In the cold sky, blue stars are burning
Who are running across the horizon?
Are they running with torches in their hands,
Roaring all together?
Will the fire burn as a new sun,
Taking the deceivers to a dark pit?
Will the sun rise this time, tearing apart the winter sky,
Where the sweetness of life will return again?
Or will this murky fog remain,
Where everyone constantly loses hope.