Download Chereads APP
Chereads App StoreGoogle Play
Chereads

খুব বেশি দিনের কথা নয়। একদিনের মাত্র কয়েক ঘণ্টার প্রচণ্ড ঝড়ে শহর কল

Daoist2SaG1E
--
chs / week
--
NOT RATINGS
677
Views
Synopsis
খুব বেশি দিনের কথা নয়। একদিনের মাত্র কয়েক ঘণ্টার প্রচণ্ড ঝড়ে শহর কলকাতার স্বাভাবিক জীবনযাত্রা লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল। বড় বড় গাছগুলাে শিকড় উপড়ে পথের ওপর মুখ থুবড়ে পড়েছে। পরদিন দেখে মনে হয়েছিল যুদ্ধ-হত এক-একটা অতিকায় দানব অঙ্গ-প্রত্যঙ্গ ছড়িয়ে আকাশের দিকে মুখ করে অভিযােগ জানাচ্ছে। ভাঙা ডাল, ছেড়া তার আর উড়ন্ত টিনের চাল সরিয়ে চলাচলের পথ সুগম করতে এক সপ্তাহ লেগেছিল। কিন্তু আমি সেদিনের কথাই বলছি। সেই প্রলয়-সন্ধ্যার কথা। কাক চিল পটাপট মাটিতে আছাড় খেয়ে মরেছে। গাছ আর ভাঙা বাড়ি চাপা পড়ে অনেক লােক হতাহত হয়েছে। ট্রাম-বাস বন্ধ হওয়ায় বহু মেয়ে-পুরুষ পথে আটকে গেছে, আর ঘরে ফিরতে পারবে কিনা, সেই ত্রাস চোখ ঠেলে উঠেছে। যারা ভাগ্যবান আগেই ঘরে পৌঁছে গিয়েছিল তারা ভগবানকে ধন্যবাদ দিয়েছে।
VIEW MORE

Chapter 1 - Our love started from our college life. His mess was a little far from my house. They used to rent a house with some friends.

Our love started from our college life. His mess was a little far from my house. They used to rent a house with some friends. Besides studying, he used to come to our neighboring house to give tuition, in fact our love started from here. I used to take food for him every day, hidden from everyone's eyes, and a few times I was caught and beaten at home. If I brought him food, he would have saved a lot of money, he would have used his hands well, and some more money would have reached home. I don't know why I liked to spend time with him, every afternoon we used to meet for a little while. One day it was raining very hard in the afternoon, I am standing with food but I can't go out, my mind is very fast, if I don't go, probably the poor person will not eat. I was just waiting for mom to fall asleep. A little later I peeked into my mother's room and saw that my mother was sleeping, but the rain did not stop, even if I went out with an umbrella in such a rain, I would get wet.