Author note: Translation in English is in third bracket
--------------------------------------------------------
"বাবা?" [Father?]
"বল সোনা..." [Yes, my dear...]
"আমাকে একটা গল্প বলনা..." [Please tell me a story...]
"গল্প শুনবে? কোনটা?" [You want to hear a story? Which one?]
"বাড়ির..." [Of home..]
.
.
.
"আচ্ছা শুন তাহলে... " [Okay, listen then...]
"লক্ষ কোটি বছর আগে, যখন মানুষ ধরনীতে ছিল না, স্বর্গের ১২ দেব দেবী চিন্তা করল কে সবথেকে শক্তিশালী। তারা এর উত্তর বের করতে ধরণীতে প্রত্যেকে নিজেদের ক্ষমতার অংশ আবদ্ধ করে একটি পাথর পাঠাল। এর মধ্যে বাস্তবতার পাথরটি যেখানে পরল সে স্থান হয়ে গেল চির বসন্তের দেশ। যখন মানুষের সময় আসল তখন চারটি গোত্র সেই চির বসন্তের দেশে জায়গা করে নিল। কিন্তু তার জমি এতই উর্বর ছিল যে চার গোত্রই পুরোটা নিজেদের করে পেতে চাইলো। ফলাফল তারা নিজেদের মধ্যে শতাব্দীর পর শতাব্দী যুদ্ধে লিপ্ত থাকত। দেখে আর সহ্য করতে না পেরে, বাস্তবতার দেব ও দেবী চার গোত্রের সব থেকে দয়াশীল ও বিচক্ষন গোত্রের প্রধানকে পথ দেখাল এবং তাকে বাস্তবতার পাথরের সন্ধান দিল। পাথরের মাধ্যমে সে সম্পুর্ণ নতুন জাদুর সন্ধান পেল যাতে করে সে এবং তার গোত্র সময় এবং স্থান নিজের ইচ্ছা মত নিয়ন্ত্রন করতে পারত। এই ক্ষমতা ব্যবহার করে তারা অন্য তিন গোত্র কে পরাজিত করল। তবে যেহেতু তারা চিল দয়াশীল, তারা বাকি তিন গোত্রকে হত্যা না করে নিজেদের অধিনস্ত করল এবং প্রতিষ্ঠা করল রাজ্য 'অমোবাহা'। আমরা তার রাজ বংশ 'অগ্নি' এর বংশধর সোনা। "
[Millions of years ago, when humans were not in existence yet, 12 god and goddess of the heaven thought who is the strongest among us? So, to find the answer of this question, they sealed a portion of their power in a stone and send it to mortal realm. Among them where the stone of reality landed, it turned the land into a land of eternal spring. When humans came to existence, four clans settled on that land. But the the land was so fertile that all four clans wanted the land of their own. As a result, they were at constant war for century after century. Not being able to tolerate this sight, the god and goddess of reality showed a path to the leader of the most benevolent and wise clan among the four and gave him the whereabouts of the stone of reality. Harnessing the power inside the stone the leader and his clan found a completely new type of magic by which his clan was able to manipulate space and time. Using this new found power they defeated the other 3 clans. As they were benevolent, they didn't kill the three clans but took them as subordinate as founded the kingdom of 'Omobaha' . We are the descendants of the royal clan 'Agni' my dear.]
"তাহলে আমারা বাড়ি কেন ফিরে যাই না বাবা?" [Then why don't we go back to home, Father?]
"সেটা, তুমি যখন বড় হবে তখন আমি তোমাকে বুঝিয়ে বলব। তবে আমাদের পুর্বপুরুষ একটা উপদেশ রেখে গেছেন। যদি আমদের বাড়ি থেকে আমাদের কাছে কোনদিন কোন প্রকার সাহায্য চাওয়া হয়, আমাদের জীবন ছাড়া যেকোন কিছু দিয়ে যেন আমারা সাহায্য করি।" [This, when you become adult I shall tell you about that. But about that, our ancestor left behind a instruction for us. If, someone comes from home seeking help, we should help them with anything except for our life.]
"তার মানে কি বাবা?" [What does that mean father]
"তার মানে তুমি সময় হলেই বুঝতে পারবে সোনা, এখন ঘুমাও।" [You will come to understand when the time comes. Now sleep my dear.]
------------------------------------------------
Author note: Don't worry the story shall be written in English. In this chapter the whole conversation is in the native language of the MC (I am too lazy so couldn't come up with a new language and used my own mother tongue. LOL) . I hope you enjoy my story. (By the way, if you haven't noticed, this chapter's writing style is similar to the start of movie "Black Panther".)